রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জি-২০ সম্মেলনে ভারতে আসতে পারে

images 59 - Dainik Bhashwakar
Spread the love

আগামী বছর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলা জি-২০ সম্মেলনে উপস্থিত হবেন রুশ প্রেসিডেন্ট। এমনটাই জানিয়েছেন পুতিনের মুখপাত্র শ্বেতলানা লুকাশ। ইউক্রেন যুদ্ধের আবহে এই খবর যথেষ্ট তাৎপর্য রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

২০২৩ সালের সেপ্টেম্বরে নয়াদিল্লিতে বসছে জি-২০ সম্মেলন। এবছর ইন্দোনেশিয়ার সামিটে গরহাজির থাকলেও ভারতে হাজির থাকতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার এমনই ইঙ্গিত দিয়েছে মস্কো।

পুতিনের মুখপাত্র শ্বেতলানা লুকাশ বলেন, “তিনি অবশ্যই সেখানে (জি-২০) যাবেন বলে আমি আশা করছি। তবে এখনও অনেক সময় আছে। গোটা বিষয়টা নির্ভর করবে পুতিনের ওপর। আমি মনে করি, এমন আন্তর্জাতিক মঞ্চে রাশিয়ার হাজির থাকা জরুরি। জি-২০ সম্মেলনের একটি অনুষ্ঠানেও আমি অনুপস্থিত থাকতে চাই না।”

এবারের সামিটে ইউক্রেন সমস্যার শান্তিপূর্ণ সমাধান চেয়ে বার্তা দেন প্রধানমন্ত্রী মোদি। এটা যুদ্ধ করার সময় নয় বলে মন্তব্য করেন নমো। সেই সুরে সুরে মিলিয়ে সম্মেলন শেষে ইউক্রেনে ‘রুশ আগ্রাসনে’র বিরুদ্ধে যৌথ বিবৃতি দেওয়া হয়।

বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধের আবহে ভারতের আরও কাছে এসেছে রাশিয়া । পুরোন বন্ধুকে হতাশ করেনি ভারত। মার্কিন নিষেধাজ্ঞা উড়িয়ে রুশ তেল কিনছে নয়াদিল্লি। জাতিসংঘে মস্কো বিরোধী প্রস্তাবে ভোট দেয়নি ভারত। তাই জি-২০ সম্মেলনে এসে সেই সম্পর্কই আরও ঝালিয়ে নিচ্ছেন পুতিন।

admin_bhashwakar

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *