সায়েন্সল্যাব এলাকায় বিস্ফোরণে নিহত তিনজনের মরদেহের ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে। সোমবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে তাদের ময়নাতদন্ত সম্পন্ন করেন ঢামেকের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. ফাহমিদা হক।
এর আগে মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রমজান আলী।
ময়নাতদন্ত শেষে ঢামেক মর্গে গোসল করিয়ে সাদা (কাফন) কাপড় পড়িয়ে যার যার আপন ঠিকানার উদ্দেশে যাচ্ছেন স্বজনরা। তারা জানিয়েছেন, তাদের আপন ঠিকানায় (কবরস্থান) নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে জানাযা পড়িয়ে দাফন করা হবে।
মো. শফিউজ্জামান শেখের মরদেহ বুঝে নেন তার বড় ভাই মহিউদ্দিন। তিনি বলেন, রাজবাড়ি সদর লক্ষিপুর গ্রামের বাড়িতে দাফন দেওয়া হবে। সেখানে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।
আব্দুল মান্নান খলিফা’র মরদেহ বুঝে নেন তার বড় ছেলে মোছাদ্দেক হোসেন আশিক। তিনি জানান, তার (আব্দুল মান্নানের) মরদেহ আজিমপুর কবরস্থানে তার বোনের (মৃতের মেয়ের) কবরের পাশে দাফন করা হবে। সাদেকুর রহমান তুষারের মরদেহ বুঝে নেন তার বড় ভাই শফিকুর রহমান বিপ্লব। তিনি জানিয়েছেন, নরসিংদী বেলাবো উপজেলার ভর্দশ্বর গ্রামের বাড়ি দাফন করা হবে।