প্রতারণার শিকার আইসিসি

Icc-meeting-collected
Spread the love

সাম্প্রতিক সময়ে চারবার প্রতারণার শিকার হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দুবাইয়ে আইসিসি সদর দফতরের কর্মকর্তারা বুঝতেই পারেননি প্রতিষ্ঠানটি যে প্রতারিত হচ্ছে। বৃহস্পতিবার আইসিসির সঙ্গে এই অনলাইন জালিয়াতি ধরা পড়ে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই অনলাইন জালিয়াতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত বলে ধরণা করা হচ্ছে। 

ওই চক্রটি আইসিসির আড়াই মিলিয়ন ডলার (প্রায় ২০ কোটি টাকা) চুরি করে নিয়েছে বলে দাবি করা হচ্ছে।

ওই চক্রটি অনলাইনে বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি) নামে প্রতারণা করে। যা ই-মেইল অ্যাকাউন্ট কম্প্রোমাইজ নামেও পরিচিত। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) বিষয়টিকে ‘সবচেয়ে বড় অনলাইন আর্থিক প্রতারণা’ বলে উল্লেখ করেছে। 

আইসিসি এই সাইবার ক্রাইম বা আর্থিক কেলেঙ্কারির বিষয়ে কিছুই অবহিত করেনি। বিষয়টি নিয়ে তারা গোপনীয়তা বজায় রাখতে চায় বলে মনে করা হচ্ছে। 

তবে এই আর্থিক জালিয়াতির পেছনে মার্কিন আইন প্রয়োগকারী সংস্থা জড়িত বলে মনে করা হচ্ছে। বিষয়টি নিয়ে এরই মধ্যে উচ্চপর্যায়ে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *