অধিনায়কত্বের সেঞ্চুরির দ্বারপ্রান্তে মাশরাফি

Mashrafee-collected
Spread the love

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে শততম ম্যাচ খেলার দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।

বৃহস্পতিবার সন্ধ্যায় নবম আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে সিলেটের হয়ে টস করতে নামলেই টুর্নামেন্টে ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইফলক স্পর্শ করবেন মাশরাফি।

এখন পর্যন্ত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসেবে ৯৯ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। বিপিএলের মঞ্চে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ৬৪ জয় ম্যাশের। হার আছে ৩৫টি। শতকরা জয় ৬৪ দশমিক ৬৪ শতাংশ।

২০১২ সাল থেকে শুরু হওয়া বিপিএলের প্রথম আসর থেকেই অধিনায়ক হিসেবে খেলছেন মাশরাফি। বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক ম্যাশ। এবার নিয়ে অধিনায়ক হিসেবে পঞ্চমবার ফাইনাল খেলবেন তিনি। আগের চারবারই অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছিলেন ক্যাপ্টেন ফ্যানটাস্টিক।

বিপিএলের প্রথম দুই মৌসুমেই ঢাকা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক হিসেবে শিরোপা ঘরে তোলেন ম্যাশ। তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক হিসেবে হ্যাটট্টিক শিরোপা জিতেন। এর পর পঞ্চম আসরে রংপুর রাইডার্সের জার্সিতে চ্যাম্পিয়নের স্বাদ নেন। 

খেলোয়াড় হিসেবেও চলমান আসরে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন মাশরাফি। খেলোয়াড় হিসেবে এ পর্যন্ত বিপিএলে ১০৪ ম্যাচে বল হাতে  ৯৭ উইকেট ও  ব্যাট হাতে ৫৯৩ রান করেছেন বাংলাদেশের সাবেক এ অধিনায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *