মাশরাফির সিলেট নাকি ইমরুলের কুমিল্লা?

mashrafee-imrul-bpl-2023-collected
Spread the love

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

বিপিএল শিরোপা জয়ের মধ্য দিয়ে অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজা ও ইমরুল কায়েস নিজেদের আরও এক ধাপ এগিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন। 

বিপিএলের সফলতম অধিনায়ক মাশরাফি মাঠে নামবেন নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করে পঞ্চম ট্রফির আশায়। ইমরুলের চাওয়া থাকবে তৃতীয় ট্রফি জিতে মাশরাফির আরেকটু কাছে যাওয়ার।

মাশরাফির নেতৃত্বে বিপিএলের প্রথম দুই আসরের শিরোপা জিতে নেয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স। এরপর কুমিল্লার পরে রংপুরকেও শিরোপা উপহার দেন মাশরাফি। 

ইমরুল কায়েস বিপিএলের প্রথম আসরে খেলেন সিলেট রয়্যালসের হয়ে। পরেরবার রংপুর রাইডার্সে। তৃতীয় আসর থেকে লম্বা সময় রয়ে যান কুমিল্লায়। ২০১৯ সালে তার অধিনায়কত্বে শিরোপা জিতে কুমিল্লা।

২০১৯-২০ আসর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে কাটানোর পর গত আসরে আবার ফিরে আসেন কুমিল্লার অধিনায়ক হয়ে। এবার ধরা দেয় শিরোপা। কুমিল্লাকে শিরোপা এনে দেওয়া দুই আসরের কোনোটিতেই ব্যাট হাতে খুব ভালো পারফর্ম করতে পারেননি ইমরুল। 

কুমিল্লার গত আসরে শিরোপা জয়ে অবদান রেখেছেন সুনিল নারাইন, ফাফ ডু প্লেসি, মঈন আলিরা। এবারো নারাইন, মঈনের সঙ্গে আছেন জনসন চার্লস, আন্দ্রে রাসেলরা। সঙ্গে আছেন দেশের ক্রিকেটের বড় তারকা লিটন কুমার দাস, মোস্তাফিজুর রহমানরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *