শিবপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ৩!

shib-pur-e-shorok-durghotona
Spread the love

নরসিংদীর শিবপুরে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো দু’জন।

এই শুক্রবার রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার শ্রীফুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার কবির হোসেন।

নিহতদের পরিচয় জানা যায়নি তবে আহতরা হলেন মাদারীপুর জেলার কুতুবপুর থানার শিবচরের হাসিনা বেগম (৩৯) ও তার মেয়ে সানজিদা বেগম (১৯)।

জানা যায়, রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার শ্রীফুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে ট্রাক ও মাইক্রোবাসের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হামিদা বেগম ও মেয়ে সানজিদা বেগমকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে মাইক্রোবাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *