একুশে বইমেলায় নিয়মনীতি মানার যেন কোনো তোয়াক্কা নেই
একুশে বইমেলায় নিয়মনীতি মানার গরজ নেই। নেটবুক, ভারতীয় লেখকদের বই আছে, এক প্রকাশকের স্টলে অন্য প্রকাশকের বইও বিক্রি হচ্ছে। মেলায় প্রকাশিত শতাধিক নতুন বইয়ের মান নিয়ে প্রশ্ন চলে আসছে বছরের পর বছর ধরে। এছাড়াও, সৃজনশীল প্রকাশকরা নিম্নমানের কাগজ, দুর্বল মুদ্রণ, বাঁধাই এবং সম্পাদনা ও প্রুফরিডিং ছাড়াই প্রকাশনার বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। উদ্বেগ প্রকাশ করে…