একুশে বইমেলায় নিয়মনীতি মানার যেন কোনো তোয়াক্কা নেই

boimela-collected-prothom-alo
Spread the love

একুশে বইমেলায় নিয়মনীতি মানার গরজ নেই। নেটবুক, ভারতীয় লেখকদের বই আছে, এক প্রকাশকের স্টলে অন্য প্রকাশকের বইও বিক্রি হচ্ছে।

মেলায় প্রকাশিত শতাধিক নতুন বইয়ের মান নিয়ে প্রশ্ন চলে আসছে বছরের পর বছর ধরে। এছাড়াও, সৃজনশীল প্রকাশকরা নিম্নমানের কাগজ, দুর্বল মুদ্রণ, বাঁধাই এবং সম্পাদনা ও প্রুফরিডিং ছাড়াই প্রকাশনার বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। উদ্বেগ প্রকাশ করে তারা বলছেন, এ অবস্থা চলতে থাকলে অচিরেই একুশের বইমেলা পথ হারাবে। দেশের সৃজনশীল প্রকাশনা এবং বুদ্ধিবৃত্তিক চিন্তা ও সৃজনশীলতার চর্চা বিপন্ন হবে।

গত দুদিন বইমেলায় গিয়ে এমন চিত্র দেখা গেছে। যেহেতু কিছু স্টলের নিয়ম মানার বিশেষ প্রয়োজন নেই, তাই মেলা কর্তৃপক্ষেরও নিয়ম কার্যকর করার কার্যকর উদ্যোগ নেই। এত বড় মেলা, এর একটা নীতি থাকা দরকার, সেজন্যই নীতিমালা করা উচিত।

সৃজনশীল প্রকাশকেরা বলছেন, বইমেলার উদ্দেশ্য ছিল বাংলাদেশের সৃজনশীল ও মননশীল লেখকদের বই প্রকাশের মধ্য দিয়ে দেশের প্রকাশনাশিল্প ও মেধা–মননের চর্চাকে এগিয়ে নেওয়া। কিন্তু ক্রমে ক্রমে একুশের বইমেলা সে লক্ষ্য থেকে দূরে সরে যাচ্ছে। ভুঁইফোড় প্রকাশকদের নেটবই, মানহীন বইয়ে মেলা ছেয়ে গেছে। এতে ক্রেতারা প্রতারিত ও পেশাদার প্রকাশকেরা মেলার প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থার পরিবর্তন না হলে মেলা ও সৃজনশীল প্রকাশনা অবশ্যম্ভাবী হুমকির মুখে পড়বে।

admin_bhashwakar

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *