
নিশ্চিত নন নেইমার, ব্রাজিলের হয়ে খেলবেন কিনা?
মার্কুইনহোসের পেনাল্টি শুট আউটের শট পোস্টে লাগতেই শেষ হয়ে গেল ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্নে। দক্ষিণ কোরিয়ার রক্ষণ কাঁপিয়ে সাম্বা নাচের ঝলক দেখিয়েছিল ব্রাজিল। সেই দলটাই ক্রোয়েশিয়ার কাছে হারের পর হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন ব্রাজিলের প্রাণভোমরা নেইমার। স্বপ্নভঙ্গ হয়ে অধরা রয়ে গেল ‘মিশন হেক্সা’। টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে ৪-২ গোলে হার…