অবশেষে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

Krishi-market-e-agun
Spread the love

রাজধানীর কৃষি মার্কেটে লাগা ভয়াবহ আগুন অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। সাড়ে পাঁচ ঘণ্টা পর সকাল ৯টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে, এ ছাড়াও সঙ্গে যোগ দেন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, রব সদস্যরাও।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেন, তবে কোনো হতাহত হয়েছে কিনা তা এখনো জানা যায়নি কোথাও থেকে।

এর আগে বৃহস্পতিবার ভোরে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি যার ফলে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের অধিকাংশ অংশ পুড়ে গেছে। ব্যাবসায়ীরা রাস্তায় বসে আহাজারী করছেন এবনং তাদের সবার প্রশ্ন আগুন কেনো ভোর রাতে লাগে। ভোরে আগুন লাগার কারণে তাদের কোনো মাল বের করে আনা সম্ভব হয়নি যাতে সব আগুনে পুড়ে গেছে। কারণ সে সময় মার্কেটে কেউ থাকে না। মার্কেট থাকে তালা বন্ধ।

আরো যানা যায়, রাজধানীর মোহাম্মদপুরে ভোর রাতে লাগা আগুন সকালে ৯ টা পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে শত শত ব্যবসায়ীর সবকিছু।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকেও মার্কেটের ভেতরে বিভিন্ন দোকান আগুনে পুড়তে দেখা যায়। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোররাত তিনটা নাগাদ মোহাম্মদপুরে কৃষি মার্কেটে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, সংস্থাটি রাত ৩টা ৪০ মিনিটে আগুনের খবর পায় এবং রাত ৩টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। শুরুতে চারটি ইউনিট আসলেও একে একে ১৭টি ইউনিটের ১৪৮ জন দমকলকর্মী আগুন নেভাতে কাজ শুরু করেন।

তবে আগুন লাগার পর পাঁচ ঘণ্টা পার হলেও আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। সকাল ৯টার দিকে বিভিন্ন দোকানে আগুন জ্বলতে দেখা গেছে।

এ দিকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ শুরু করেছে সেনা ও বিমান বাহিনীর সদস্যরা। এছাড়া আগুন নিয়ন্ত্রণে ও উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বিজিবিও।ফায়ার সার্ভিসের পাশাপাশি পানির সহযোগিতা দিচ্ছে ঢাকা ওয়াসা, সেনাবাহিনী ও বিমানবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *