২৯ তারিখ থেকে যাত্রীদের জন্য মেট্রোরেল খুলছে

dhaka-metro-rail-dainik-bhashwakar
Spread the love

সবার অপেক্ষার শেষ হতে চলেছে। শেষ মুহূর্তের সৌন্দর্যবর্ধনের কাজ চলছে মেট্রো রেলস্টেশনগুলোতে।  

দেশের প্রথম মেট্রোরেলের প্রথম যাত্রী হবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই নিরাপত্তাব্যবস্থার প্রস্তুতিও চলছে ভালোভাবে। উদ্বোধনী অনুষ্ঠানের কাজও চলছে দ্রুতগতিতে। আগামী বুধবার মেট্রো রেলের উদ্বোধন করবেন শেখ হাসিনা। পরদিন বৃহস্পতিবার থেকে যাত্রীদের জন্য ট্রেন যাতায়াতের জন্য খোলা হবে।

উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত পুরো মেট্রো রেলপথের মধ্যে আপাতত খুলছে আগারগাঁও পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার।

প্রথম দিন সকাল-বিকেল দুই বেলা ট্রেন চলবে। ২৪ জন ট্রেন অপারেটর নিয়োগ দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ এরই মধ্যে। এখন এই অপারেটরদের দিয়েই ট্রেন চালিয়ে পরীক্ষা করা হচ্ছে।

স্টেশনের নিচের ফুটপাতগুলো পরিবেশনের জন্য গোছানো হচ্ছে। নির্দেশনা আলা ডিজিটাল স্ক্রিনগুলো ভাল করে চেক করে দেখা হচ্ছে। স্টেশনের মধ্যে বিভিন্ন ধরনের নির্দেশনা সাইনেজগুলো লাগানোর কাজ চলছে। টিকিট বিক্রির মেশিনসহ সব কিছু পরিক্ষা করে নেওয়া হচ্ছে।

সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে মেট্রো রেলের নির্মাণসামগ্রী। প্রস্তুত নতুন সড়ক যেন নতুন রূপে সাজানো হচ্ছে। সৌন্দর্যবর্ধনের জন্য সড়ক বিভাজনে লাগানো হচ্ছে বিভিন্ন ধরনের গাছ। সড়কে বাস চলাচলে কোনো বাধা থাকছে না। আর ওপরে নিয়মিত ট্রেন চলাচল পরীক্ষা করা হচ্ছে। নিচ থেকে ট্রেনের শব্দ পাওয়া যাচ্ছে না। শুধু স্টেশনে এলে শোনা যাবে ট্রেনের হুইসল।

ডিএমটিসিএল সূত্র জানায়, উত্তরা থেকে আগারগাঁও পথে ৯টি স্টেশনের সবটাতে ট্রেন থামবে না। আপাতত উত্তরা, পল্লবী ও আগারগাঁও—এই তিন স্টেশনে ট্রেন থামবে। পরে যাত্রীর চাপ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *