বইট লিখেছেন জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। তাঁর বইয়ের নাম ‘Behind the Scene’। এবারের একুশে বইমেলায় বইটির মোড়ক উন্মোচন করা হয়। সালমান আগেই মুক্তাদিরের বইমেলায় গিয়েছিলেন। তার বই কিনতে স্টলে ভিড় জমেছে।
মুক্তাদিকে নিয়ে একটি বই লেখার জন্য সালমানকেও প্রচুর সমালোচনার সম্মুখীন হতে হয়। নেটিজেনরা হাসাহাসি করতে থামছে না। সালমান মুক্তাদির নিজেই একটি ভিডিওতে এমন দাবি করেছেন। তিনি বলেন, কেউ কেউ আমাকে ব্যঙ্গ করেছে, আমি কেন বই লিখলাম। ভাই আমি ভুল করেছি। বই লেখার আগে আমার অনুমতি নেওয়া উচিত ছিল।
তিনি বলেন, আমি মেলায় স্টলে যাই, মানুষ আমার সঙ্গে সেলফি তোলার জন্য বই কেনে- সে কারণেই স্টলে ভিড়। কিন্তু আমি চারদিন মেলায় যাইনি, তারপরও মানুষ কেন আমার বই কিনছে? আমি বুঝতে পারিনি.
সালমান মুক্তাদির এমন মন্তব্যে আহত হয়েছেন যে কেউ কেউ বলেছেন যে তিনি সাহিত্যের ক্ষতি করছেন। ফলে ভিডিও করে দুঃখ প্রকাশ করেন তিনি।
বইটির বিষয়বস্তু সম্পর্কে সালমান মুক্তাদির বলেন, বইটি মানুষের ভণ্ডামি, অযৌক্তিকতা, মানব মনস্তত্ত্ব ও মানবপ্রকৃতি নিয়ে লেখা। এটি সম্পর্কে সাহিত্য বা ব্যাকরণ ভিত্তিক কিছুই নেই।