বইমেলার চতুর্থ দিন
গতকাল শনিবার ছুটির দিন মানুষ ছুটে এসেছে প্রাণপ্রিয় বইমালায়। বর্ণমালা বইমেলা একটি পাঠক সমাবেশ এর অবস্থল। জ্ঞানের খোঁজে, আত্মউন্নয়নের জন্য, মেধা বিকাশের দরুন বই মেলায় চলে আসে। বিখ্যাত লেখক সহ বর্তমান সময়ের লেখকদেরও অনেক বই প্রকাশ পেয়েছে। প্রিয় লেখক হুমায়ূন আহমেদ, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম সহ বিভিন্ন বই বই মেলাতে দেখা গিয়েছে। গতকাল ছুটির…