বইমেলার চতুর্থ দিন

Boi-mela-clicked-by-tashin-dainik-bhaswakar
Spread the love

গতকাল শনিবার ছুটির দিন মানুষ ছুটে এসেছে প্রাণপ্রিয় বইমালায়। বর্ণমালা বইমেলা একটি পাঠক সমাবেশ এর অবস্থল। জ্ঞানের খোঁজে, আত্মউন্নয়নের জন্য, মেধা বিকাশের দরুন বই মেলায় চলে আসে। বিখ্যাত লেখক সহ বর্তমান সময়ের লেখকদেরও অনেক বই প্রকাশ পেয়েছে।

প্রিয় লেখক হুমায়ূন আহমেদ, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম সহ বিভিন্ন বই বই মেলাতে দেখা গিয়েছে। গতকাল ছুটির দিন হলেও তেমন উপচে পড়ার ভিড় ছিল না। কিছু বইমেলা ঘুরতে আসা মানুষদের সাথে কথা বলে যা জানা গেল, মূলত প্রথম দিকে বইমেলাটি দেখতে আসে এবং একটি স্বচ্ছ ধারণা নেওয়ার পর পরবর্তী সময় বই কেনার প্রতি। অন্যপ্রকাশ, অনন্যা পাবলিকেশন, বাংলা একাডেমি পাবলিকেশন সহ অনেক ধরনের প্রকাশনী এবার বইমেলায় তাদের স্টল দিয়েছে। আশা আগামী সপ্তাহ থেকে বই ক্রেতারা পুরোদমে আগমন করবেন এবং একটি ভালো জ্ঞানের আদান-প্রদান এর মাধ্যম হয়ে দাঁড়াবে। 

এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদে শিক্ষার্থী কামরুন নাহার মুন্নি এর বই প্রকাশ পাচ্ছে। মানুষ তার রুচি ও পছন্দ অনুযায়ী ওই কেনার জন্য শীঘ্রই চলে আসবে বইমেলায়। আলাদা একটি জোনে সম্পূর্ণ বাচ্চাদের বই ইন্সটল করা হয়েছে এবং সে সাথে বাচ্চাদের খেলার জন্য আয়োজন করা হয়েছে।

বইমেলার মূল স্থল সোহরাওয়ার্দী উদ্যান থেকে বের হয়ে বাংলা একাডেমীর ভেতর প্রবেশের পর সেখানে অনেক সুন্দর সুন্দর বইমেলার স্টল দেখা গিয়েছে। তার একটি পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে প্রতিবছরই গড়ে ওঠে এবং এই বছর ব্যতিক্রম নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *