জেলেনস্কির আইনপ্রণেতার যুদ্ধের মধ্যেই থাইল্যান্ড সফর, হলেন বরখাস্ত

ukraine-president-jelenski-dainik-bhashwakar
Spread the love

ইউক্রেনে যুদ্ধ চলার মধ্যেই থাইল্যান্ড ভ্রমণে যাওয়ায় বরখাস্ত হয়েছেন ইউক্রেনের আইনপ্রণেতা মিকোলা টাইশেনকো। তিনি ক্ষমতাসীন দল সারভেন্ট অব দ্য পিপল পার্টির একজন সদস্য।

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকে সামরিক আইনের আওতায় ১৮-৬০ বছর বয়সি বেশির ভাগ ইউক্রেনীয় নাগরিকের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে। সম্প্রতি সরকারি কর্মকর্তাদেরও জবাবদিহি নিশ্চিত করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেন। 

চলতি সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি কর্মকর্তাদের ব্যক্তিগত খরচে বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। পরিপ্রেক্ষিতে ওই আইনপ্রণেতাকে বরখাস্ত করেন জেলেনস্কি। খবর এএফপির। 

বৃহস্পতিবার ইউক্রেনে থাইল্যান্ডের দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মিকোলা টাইশেনকো সেখানকার একটি হোটেলে প্রবাসী ইউক্রেনীয়দের সঙ্গে দেখা করবেন। এরপর দলের মুখপাত্র ইউলিয়া পালিচুক শুক্রবার বলেন, মিকোলা টাইশেনকোকে সারভেন্ট অব দ্য পিপল থেকে বরখাস্ত করা হয়েছে।

ফেসবুক পোস্টে টাইশেনকো লিখেছেন, তিনি দলের নেতাদের অনুমতি নিয়ে এশিয়ায় ব্যবসায়িক সফরে গিয়েছিলেন। কেবল ইউক্রেনের স্বার্থেই কাজ করছেন বলেও দাবি করেন তিনি। তবে পার্লামেন্ট স্পিকার রুসলান স্টেফানচুক বলেছেন, তিনি এ ধরনের কোনো ভ্রমণের অনুমোদন দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *