কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

FIFA-Dainik Bhashwakar
Spread the love

বিশ্বকাপের শেষ ষোলোতে সেনেগালের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় পেয়েছে ইংল্যান্ড। হেন্ডারসন, হ্যারি কেইন  ও সাকার গোলে কোয়ার্টার ফাইনালে উঠে গেল ইংলিশরা।

ইংল্যান্ড প্রথমবারের মতো সেনেগালের বিপক্ষে লড়াইয়ে নামে। রোববার রাত ১টায় আল খোরের আল বাইত স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচের শুরু থেকেই দারুণ চাপে রাখতে থাকে ইংল্যান্ড। তবে ম্যাচের প্রথম সুযোগটা পেয়ে যায় সেনেগাল। খেলার ২৩ মিনিটে ডি-বক্সের ভেতরে সুযোগ পেয়ে যান সেনেগালের ইসমাইল সার। কিন্তু তার শট গোলবারের ওপর দিয়ে চলে যাওয়ায় সেই সুযোগ মিস হয়।

খেলার ৩৮ মিনিটে সেনেগালের জালে গোল করে ইংল্যান্ড। দারুণ এক কাউন্টার অ্যাটাক থেকে বেলিংহ্যামের বাড়ানো বল থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নিয়ে যান হেন্ডারসন।

খেলার ৪৩ মিনিটে আবারো গোলের সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। কিন্তু সেটি রুখে দেন সেনেগালের গোলরক্ষক মেন্ডি।

বিরতিতে যাওয়ার আগে আরেকটি গোল পেয়ে যায় ইংলিশরা।অধিনায়ক হ্যারি কেইন গোলটি করেন। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইংল্যান্ড।

বিরতি থেকে ফিরে ৫৮ মিনিটে সেনেগালে তৃতীয় গোল করে ইংল্যান্ড। গোলটি করেন সাকা।

শেষের দিকে কিছু সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয় সেনেগাল। ফলে ৩-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নেয় ইংলিশরা।

admin_bhashwakar

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *