টিসিবির পণ্য মাসে একবার পেলে পোষায় না

TCB-Dainik Bhashwakar
Spread the love

সকালে রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারের সামনে চলতি মাসের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ। এরপর সারা দিন চলেছে ডাল, চিনি ও সয়াবিনের বিক্রি কার্যক্রম। সেখানে পণ্য কিনতে আসা অন্তত ১৫ জন পরিবার কার্ডধারীর কে পণ্য দেওয়া হয়।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে সরকার চলতি ডিসেম্বর মাসের ভর্তুকি মূল্যের ডাল, চিনি ও সয়াবিন তেল বিক্রি শুরু করেছে। শুধু পরিবার কার্ডধারী এক কোটি পরিবার এসব পণ্য কিনতে পারে। টিসিবি প্রতি মাসে একবার করে এসব পণ্য দিয়ে থাকে। এই দফায় প্রতিটি কার্ডের বিপরীতে এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন দেওয়া হয়। তবে মাসে একবার পণ্য দেওয়ায় অনেকেরই সারা মাসের পারিবারিক চাহিদা মিটছে না। তাই বাধ্য হয়ে তাঁদের বাজার থেকে বাড়তি দামে নিত্যপণ্য কিনতে হচ্ছে। সেসব পরিবার চাইছে, মাসে একাধিকবার টিসিবির পণ্য দেওয়া হোক।

admin_bhashwakar

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *