সারাদেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে গতকাল বুধবার আরও ২৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রাজধানীর ৫০টি থানা এলাকায় গ্রেপ্তার রয়েছে ২৫৭ জন। পুলিশের ভাষ্য, মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশে রাষ্ট্রীয় নানা অনুষ্ঠান থাকে। এসব অনুষ্ঠানে নিরাপত্তার স্বার্থে জঙ্গি, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধী ধরতে ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিশেষ অভিযান চলছে। এ সময় আবাসিক হোটেল, মেস, সড়কপথের পাশাপাশি রেলস্টেশন ও লঞ্চঘাটে তল্লাশি জোরদার করা হয়েছে।
পুলিশ সদরদপ্তর ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে রাজধানীতে আরও ২৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ নিয়ে ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ অভিযানে রাজধানীতে ১ হাজার ৫২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠায় সাধারণ মানুষ। তবে যে কোনো ধরনের নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। তারা রাজধানীর বিভিন্ন প্রবেশ পথে জিজ্ঞাসাবাদ করছে।