বিশ্বকাপ ফাইনাল সামনে রেখে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল ফ্রান্স শিবির। ফাইনালের লড়াইকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে লা ব্লুজরা। তবে সর্দিতে আক্রান্ত অনুশীলনে যোগ দিতে পারেননি দলটির বেশ কয়েকজন খেলোয়াড়।
ভারানে, কোনাতে ও স্ট্রাইকার কিংসলে কোমান অসুস্থতার জন্য অনুশীলনে যোগ দিতে পারেনি বলে জানিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন। ‘ক্যামেল ভাইরাসে’ আক্রান্ত হয়েছেন তারা। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।
এর আগে ‘ক্যামেল ভাইরাস’ জ্বরে ভুগে মরক্কোর বিপক্ষে সেমিফাইনালে ডিফেন্ডার ডেওট উপমেকানো ও মিডফিল্ডার অ্যাড্রিয়েন রাবিওট খেলতে পারেননি।
ফরাসী স্ট্রাইকার কোলো মুয়ানি জানিয়েছেন, আক্রান্ত খেলোয়াড়রা বর্তমানে তাদের কক্ষে আইসোলেশনে রয়েছেন।
কাতার বিশ্বকাপের ফাইনালে রোববার (১৮ ডিসেম্বর) লুসাইল আইকনিক স্টেডিয়ামে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স।