বিনা টিকিটে শিশুপার্ক প্রদর্শনের নির্দেশ বিজয় দিবসে

Park-Dainik Bhashwakar
Spread the love

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন সব শিশুপার্কগুলো বিনা টিকিটে শিশুদের প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। এই নির্দেশ বাস্তবায়নে ছয়টি শিশুপার্ক কর্তৃপক্ষকে ইতোমধ্যে চিঠিও দেয়া হয়েছে। গতকাল রোববার ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এই তথ্য জানা গেছে।

ডিএনসিসি সূত্র জানিয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে ইতোমধ্যে ছয়টি শিশু পার্ককে এই ব্যবস্থা নেয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে। এসব পার্কগুলোর মধ্যে- মিরপুরের তামান্না শিশু পার্ক, দিয়াবাড়ির সোনারগাঁও জনপথের ফ্যান্টাসি আইল্যান্ড, উত্তরখান মৈয়নারটেকের দি হোমস গার্ডেন, যমুনা ফিউচার পার্ক, গোবিন্দপুর উত্তরখানের গ্রিন ভিউ রিসোর্ট এবং বারিধারার ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেসকে চিঠি পাঠিয়েছে ডিএনসিসি। এছাড়া ডিএনসিসির আওতাধীন শ্যামলীর ওন্ডারল্যান্ডে সেদিন সকাল-সন্ধ্যা বিনামূল্যে প্রবেশ করতে পারবে শিশুরা।

admin_bhashwakar

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *