রবি কোলট্রেন (হ্যারি পটারের হ্যাগ্রিড) মারা গেছেন

Harry Potter-Dainik Bhashwakar
Spread the love

জে কে রাউলিংয়ের বিশ্ববিখ্যাত চলচ্চিত্র সিরিজ হ্যারি পটারে হ্যাগ্রিড চরিত্রে অভিনয় করা কিংবদন্তি অভিনেতা রবি কোলট্রেন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। টিভি সিরিজ প্লে ফর টুডের মাধ্যমে ১৯৭৯ সালে অভিনয় জগতে যাত্রা শুরু করেন কোলট্রেন। ১৯৮৭ সালে স্কটিশ রক অ্যান্ড রোল ব্যান্ড ‘দ্য ম্যাজেস্টিক্স’ নিয়ে নিমিত টুটি ফ্রুটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন কোলট্রেন।

তবে তাকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দিয়েছে ‘হ্যারি পটার’ সিরিজের হ্যাগ্রিড চরিত্র। ‘হ্যারি পটার’ সিরিজের প্রতিটি ছবিতে হ্যাগ্রিডের ভূমিকায় অভিনয় করেছেন রবি কোলট্রেন। ‘হ্যাগ্রিড’ বললেই সিনেপ্রেমীদের কল্পনায় চলে আসে ‘দানব’ আকারের একটা মানুষ। যার গালভর্তি লম্বা দাঁড়ি এবং মাথায় বড় বড় চুল। যিনি জাদু শেখার স্কুলের দাপ্তরিক কাজ সামলান। বাচ্চাদের সব বিপদ থেকে আগলে রাখেন।

admin_bhashwakar

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *