বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

road-accident-collected
Spread the love

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ওমর ফারুক পলক (২৩)। তিনি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের মুগদা ছাত্র ছিলেন। এ ঘটনায় আহত অপর দুইজন তার সহপাঠী। আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম জুয়েল রানা।

যাত্রাবাড়ীর ভাঙ্গা প্রেস এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক পলকসহ তিনজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ডিএমএইচ) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক পলককে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশের ইনচার্জ পরিদর্শক ফাদি মোঃ বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

হাসপাতালে আসা নিহতের চাচার বন্ধু নাদিম হোসেন জানান, দুর্ঘটনার শিকার দুজনই একই বিশ্ববিদ্যালয়ের একই সেমিস্টারের শিক্ষার্থী। নিহত ওমর ফারুক পলক ও তার বন্ধু সহপাঠী মোটরসাইকেলে জুরাইন এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে বাসের চাপায় পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *