লাশের খন্ডিত অংশ উদ্ধার করা হয়েছে, শিশু আয়াতের

ayat-dainik-bhashwakar
Spread the love

পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতের লাশের খন্ডিত অংশ উদ্ধার করা হয়েছে চট্টগ্রামে।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চট্টগ্রামের পরিদর্শক মনোজ দে বিষয়টি নিশ্চিত করেন।

আজ বুধবার বেলা তিনটার দিকে নগরের বন্দরটিলা আকমল আলী রোড এলাকার একটি নালা থেকে তার লাশের খন্ডিত অংশ উদ্ধার করে পুলিশ।

পিবিআই মেট্রোর পরিদর্শক মর্জিনা আক্তার বলেন, বিচ্ছিন্ন দুই পায়ের অংশ পাওয়া গেছে। এগুলো তার পরিবারের লোকজন শনাক্ত করতে পারে কি-না দেখা হবে। শরীরের বাকি অংশে খুঁজে দেখা হচ্ছে।

শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ছয় টুকরো করে ভাসিয়ে দেওয়ার ঘটনায় আবিরকে গ্রেপ্তারের পর তার বাবা-মা-বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আবিরের বাবা-মার তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া আবির দ্বিতীয় দফায় সাতদিনের রিমান্ডে রয়েছে।

আবিরের বাবা ভ্যানচালক আজহারুল ইসলাম আয়াতদের বাসায় ভাড়া থাকেন। মা আলো বেগম একটি পোশাক কারখানায় চাকরি করেন।

এর আগে গত ১৫ নভেম্বর বিকেলে নগরের ইপিজেড থানার বন্দরটিলা ওয়াজ মুন্সিবাড়ি এলাকার বাসিন্দা সোহেল রানার মেয়ে আয়াত বাসার পাশে মক্তবে পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয়। নিখোঁজের ১০ দিন পর আয়াতের পরিবার জানতে পারে, প্রতিবেশী আবির তাকে অপহরণের পর হত্যা করেছে।

পুলিশ বলছে, মুক্তিপণ আদায়ের জন্য আয়াতকে অপহরণ করে আবির। মুক্তিপণে ছয় থেকে সাত লাখ টাকা দাবি করার পরিকল্পনা ছিল তার। কিন্তু মুঠোফোন কাজ না করায় অপহরণের মুক্তিপণ দাবি করতে পারেননি বলে জিজ্ঞাসাবাদে জানায় আবির। এরপর শিশুটি চিৎকার করতে চাইলে তাকে গলা টিপে হত্যা করে সে। এরপর তার মরদেহ ছয় টুকরা করে সাগরে ভাসিয়ে দেয়।

admin_bhashwakar

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *