নবনির্বাচিত রাষ্ট্রপতি নিয়ে বিএনপির ‘নো কমেন্টস’

bnp-logo
Spread the love

শের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনিত হয়েছেন মো. সাহাবুদ্দিন। তাকে নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বিএনপি নেতাকর্মীরা। দলের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি।

আজ বুধবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নবনির্বাচিত রাষ্ট্রপতি সম্পর্কে বিএনপির অভিমত জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন কথা বলতে অপরাগতা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘গত প্রেস ব্রিফিংয়েও আপনারা এই বিষয়ে প্রশ্ন করেছিলেন। আমি একই জবাব দেব। এটা বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের কোনো আগ্রহও নেই। ব্যাখ্যাও দিতে চাই না।’

কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় গত সোমবার মো. সাহাবুদ্দিন দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয়।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে গত ১৩ ফেব্রুয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন ডাকে বিএনপি।

খন্দকার মোশাররফ বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে বলেন, ‘দেশের সমস্যা সমাধানে ব্যর্থ ও অক্ষম সরকারের পরিবর্তন চায় বলেই বিরোধী দলের সভা-সমাবেশ-মিছিলে জনগণ সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। মামলা, নির্যাতন অগ্রাহ্য করতে সাহসী হয়েছে এবং বিজয়ের লড়াইকে বেগবান করেছে। কিন্তু ক্ষমতাসীন দল বিরোধী দলের প্রতিটি কর্মসূচিতে সংঘাতের উসকানি দিচ্ছে। বিরোধী দল সচেতনভাবে এসব প্ররোচনার ফাঁদে পা না দেওয়ায় সরকারি দলের মন্ত্রী ও নেতারা হতাশ হয়ে আবোলতাবোল কথা বলে লোক হাসাচ্ছে।’

তিনি বলেন, ‘ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রায় বিভিন্ন জায়গায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বাধা দিয়েছে। দেশের প্রতিটি ইউনিয়নে আমাদের নেতাকর্মীরা এই কর্মসূচিতে রাস্তায় নেমেছে। আওয়ামী লীগ যে পাল্টা শান্তি সমাবেশ করার কথা বলল, কয়টা ইউনিয়নে তারা শান্তি সমাবেশ করেছে? তারা তো শান্তি সমাবেশ করতে পারেনি। এই পাল্টা কর্মসূচি দেওয়ার অর্থ হচ্ছে, তারা দুর্বল হয়ে পড়েছে। তারা দৈন্যদশায় পড়েছে এবং আবোলতাবোল কর্মসূচি দিচ্ছে।’

মোশাররফ বলেন, ‘সরকারি দলের সম্মেলনের দিন আমরা ঘোষিত কর্মসূচি স্থগিত করেছিলাম। অথচ তারা আমাদের প্রতিটি কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি দিয়েছে। রাজনৈতিক সংস্কৃতিতে এসব ঘটনা বর্জনীয় বলেই তা জনগণ প্রত্যাখ্যান করে নিন্দা জানায়। জনগণ আশা করে, সরকারি দল রাজনৈতিক কর্মসূচির নামে এমন সহিংস তৎপরতা বন্ধ করবে।’

admin_bhashwakar

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *