উনাদকাটের ১২ বছরের অপেক্ষা ঘুচল

Unadkat-dainikbhashwakar
Spread the love

যখন জয়দেব উনাদকাটের অভিষেক হয় ২০১০ সালে সেঞ্চুরিয়নে, সেই দলে ছিলেন রাহুল দ্রাবিড়। ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া দ্রাবিড় এখন ভারত দলের প্রধান কোচ। তবে সেঞ্চুরিয়ন টেস্টের পর উনাদকাট আজকের আগে খেলেননি আর কোনো টেস্ট।

মিরপুরে আজ খেলতে নেমে তাই নতুন রেকর্ডই গড়ে ফেললেন ভারতীয় পেসার। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে আছেন তিনি। তাঁর প্রথম ও দ্বিতীয় টেস্টের মধ্যে কেটে গেছে ১২ বছর ২ দিন! এর মধ্যে ভারত খেলে ফেলেছে ১১৮টি টেস্ট!

চট্টগ্রাম টেস্টে ৮ উইকেট নেওয়া কুলদীপ যাদবের জায়গায় খেলানো হচ্ছে এ বাঁহাতি পেসারকে। ইনিংসের নবম ওভারে প্রথমবারের মতো বোলিংয়েও আসেন তিনি। উনাদকাট শুরুতে এ সফরের দলেই ছিলেন না। মোহাম্মদ শামি ছিটকে যাওয়ায় ডেকে পাঠানো হয় তাঁকে।

উনাদকাটের দুটি টেস্টের মধ্যে কেটে যাওয়া ১২ বছর ২ দিন ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এ তালিকায় ভারতীয়দের মধ্যে সবার ওপরে লালা অমরনাথ। তাঁর দুটি টেস্টের মধ্যে কেটে গিয়েছিল ১২ বছর ১২৯ দিন। অবশ্য এ তালিকায় আছেন ভারতের হয়ে খেলা আরেকজন—ইফতিখার আলী খান পতৌদি। ১৯৩৪ সালে নটিংহামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন পতৌদির ‘নবাব সিনিয়র’। ১৯৪৬ সালে লর্ডসে খেলেছিলেন ইংল্যান্ডের বিপক্ষেই, ভারতের হয়ে! তাঁর ওই দুই টেস্টের মধ্যে ব্যবধান ছিল ১২ বছর ১০ দিন।

admin_bhashwakar

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *