লোকসান কমাতে বিয়ের অনুষ্ঠান আয়জন করছে যশোর সফটওয়্যার পার্ক

Jossore-software-park-collected-prothom alo
Spread the love

উদ্বোধনের পর পাঁচ বছরে আট কোটি টাকার মতো আয় করেছে যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক । এর মধ্যে সরকার পেয়েছে ২ কোটি ১২ লাখ টাকা।

তাদের লোকসান হচ্ছে বলে জানিয়েছে পার্কটি পরিচালনার দায়িত্বে থাকা কোম্পানি টেকসিটি বাংলাদেশ লিমিটেড। এ কারণে পার্কে এখন তারা বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজন করছে, যাতে আয় বাড়ে। প্রতিষ্ঠানটির দেওয়া হিসাব অনুযায়ী, গত আগস্ট পর্যন্ত আগের ছয় মাসে পার্কে ৫৫টি অনুষ্ঠান হয়েছে। এর মধ্যে বিয়ে ও বউভাতের মতো অনুষ্ঠান হয়েছে ২৩টি। বাকিগুলো চাকরি মেলাসহ অন্যান্য অনুষ্ঠান।

যশোর সফটওয়্যার পার্কের উদ্বোধন হয় ২০১৭ সালের ১০ ডিসেম্বর। যশোর শহরের নাজির শঙ্করপুর এলাকায় ১২ একরের বেশি জমিতে প্রতিষ্ঠিত পার্কটিতে তিনটি ভবন রয়েছে। বিনিয়োগকারীদের জন্য ইজারাযোগ্য জায়গা রয়েছে ১ লাখ ৩৭ হাজার বর্গফুট। আরও রয়েছে আবাসন, সম্মেলন, মেলা আয়োজনসহ নানা সুবিধা। পার্কটি নির্মাণে সরকারের ব্যয় হয়েছে ৩০৫ কোটি টাকা।

পার্কে ৫ হাজার কর্মসংস্থানের লক্ষ্য ছিল। হয়েছে দেড় হাজারের মতো। বেশির ভাগের বেতন-ভাতা খুব কম। ফলে বেশির ভাগই অল্প সময় কাজ করে অন্য কোথাও চলে যান। সরকার শ খানেক হাইটেক পার্ক প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে। এর মধ্যে চালু হয়েছে ১০টি। এর মধ্যে একটি শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক।

admin_bhashwakar

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *