মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে বন্দুকহামলাতে ৩ জন নিহত

michigan-state-university-attack
Spread the love

যুক্তরাষ্ট্রে মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর প্রকাশ্য গুলিতে অন্তত তিনজন নিহত ও আরও ৫ জন আহত হয়েছেন।  সোমবার রাতে গুলি করে সন্দেহভাজন হামলাকারী পালিয়ে গেছে। দেশটির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এ তথ্য। খবর রয়টার্স ও এনডিটিভির।

সন্দেহভাজন একজনকে ধরতে ওই এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় কয়েকজন কর্মকর্তা বন্দুক হামলা খুব দ্রুত সংঘটিত হয়েছে বলে দাবি করেছেন। তবে বিশ্ববিদ্যালয় পুলিশের ডেপুটি প্রধান ক্রিস রোজমান জানিয়েছেন, দুটি স্থান থেকে হামলা হয়েছে। একটি হামলা হয়েছে বার্কি হল এবং অন্যটি মিশিগান স্টেট ইউনিভার্সিটির উইনিয়ন ভবন থেকে।

আগামী ৪৮ ঘণ্টার জন্য বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার টুইটারে জানিয়েছেন, হামলার বিষয়টি তাকে অবহিত করা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে অন্য যে কোনো ধনী দেশের তুলনায় বন্দুকহামলায় মৃত্যুর হার বেশি। সোমবার এই হামলার কথা জানা গেলো অক্সফোর্ডের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে হামলার ১৪ মাস পর। ২০২১ সালের ৩০ নভেম্বর মিশিগানের অকল্যান্ড কাউন্টিতে ভয়াবহ হামলা চালানো হয়। ১৫ বছরের এক কিশোর সেমি-অটোমেটিক পিস্তল দিয়ে ওই হামলা চালিয়েছিল বলে পরে জানায় মিশিগান পুলিশ। ওই কিশোরের হামলায় তার চার সহপাঠী নিহত ও একজন শিক্ষকসহ আরও ৬ জন আহত হয়।

admin_bhashwakar

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *