সিনেমায় গাইবেন মোশাররফ করিম

Mosharrof-karim.collected
Spread the love

মোশাররফ করিম একজন কবি, লেখক, গীতিকার এবং সুরকার। ‘জয়যাত্রা’ ছবিতে ‘আহারে সোনার ময়না’ শিরোনামের গানটি তিনি লিখেছেন।

এবার প্রথমবারের মতো গাইবেন নিজের অভিনীত সিনেমায়। ফজলে কবীর তুহিন পরিচালিত ‘বিলডাকিনি’ সিনেমা দিয়েই তার প্রথম প্লে-ব্যাক যাত্রা শুরু হতে যাচ্ছে। গানের কথাগুলো এমন—‘যা দেখি তার সবই ভালো/ ভালো, ভালো লাগে না/ ভালো কেন এত ভালো তাই/ কিছু ভালো লাগে না।’ গানটির লেখা ও সুর মোশাররফ করিমের, সঙ্গীত পরিচালনা করেছেন আশরাফ বাবু।

নির্মাতা বলেন, ছবির প্রয়োজনে জেলখানার মধ্যে একটা গান দরকার। তখন মনে হলো, এ গানটি বেশ যায়। মোশাররফকে বললাম, এ গানটি গাওয়া যায় কিনা? তিনি বললেন, ‘অবশ্যই গাইব’।

 আগামী ৯ ফেব্রুয়ারি গানটিতে কণ্ঠ দেবেন মোশাররফ করিম। এই গানটি ছাড়াও ছবিতে আরও দুটি গান থাকছে।

গত বছরে নওগাঁর আত্রাইয়ের বিভিন্ন লোকেশনে ‘বিলডাকিনি’ সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। ছবিতে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার পার্ণো মিত্র। 

এছাড়া আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, আইরিন পুতুল, উজ্জ্বল, সম্রাট, ফারুক প্রমুখ।

admin_bhashwakar

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *