১৩ ঘণ্টা তল্লাশি চালানর পর বাইডেনের বাড়ি থেকে গোপন ৬ নথি উদ্ধার

baiden-house-featured-photo-collected
Spread the love

বিচার বিভাগ ১৩ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেলাওয়্যারের বাড়িতে । এ সময় তদন্তকারী কর্মকর্তারা আরো ছয়টি গোপন নথি উদ্ধার করেছেন। বাইডেনের এক আইনজীবী এ তথ্য জানিয়েছেন।

বিবিসি জানিয়েছে, উইলমিংটনের প্রপার্টি থেকে যেসব নথি জব্দ করা হয়েছে তা বাইডেনের সিনেটর এবং বারাক ওবামার অধীনে ভাইস-প্রেসিডেন্ট থাকা সময়ের।

আইনজীবী বলেছেন, ব্যক্তিগতভাবে হাতে লেখা নোট ও আশপাশের বিভিন্ন সামগ্রীও নিয়ে যাওয়া হয়েছে। যদিও এসময় বাইডেন ও তার স্ত্রী সেখানে উপস্থিত ছিলেন না।

আইনজীবী শনিবার এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন তার বাড়িতে তল্লাশি চালানোর জন্য বিচার বিভাগের কর্মকর্তাদের অনুমতি দিয়েছিলেন।

এর আগে বাইডেনের আইনজীবীরা জানান, গত বছরের ২ নভেম্বর ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্টের প্রতিষ্ঠিত থিঙ্ক-ট্যাঙ্ক পেন বাইডেন সেন্টারে গোপন নথির প্রথম ব্যাচ পাওয়া যায়। নথির দ্বিতীয় ব্যাচ ২০ ডিসেম্বর তার উইলমিংটনের বাড়ির গ্যারেজে পাওয়া যায়।

গত বছর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন ব্যস্ত ছিল সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বাড়ি থেকে পাওয়া গোপন নথি নিয়ে। ট্রাম্প সেগুলো আইন মেনে সংরক্ষণ করেননি বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পূর্বসূরীর ওই ঘটনা নিয়ে বেশ উচ্চকিত ছিলেন জো বাইডেন।

এখন তার বাড়ি ও একসময়ের ব্যক্তিগত কার্যালয় থেকে গোপন নথি উদ্ধারের ঘটনা ডেমোক্র্যাটদের রাজনৈতিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে দাঁড় করিয়েছে।

admin_bhashwakar

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *