ঢাকায় এসেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

Argentina-foreign-minister-collected
Spread the love

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকায় এসেছেন। সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন তাকে স্বাগত জানান।

গত নভেম্বর-ডিসেম্বর ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি তাদের নিঃস্বার্থ ভালোবাসা ও সমর্থনের কারণে বুয়েনস আইরেস বাংলাদেশকে নতুন করে চিনেছে। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে দুই দেশের মধ্যে নতুন কূটনীতি ও যোগাযোগের পর আবারও খুলছে দেশটির দূতাবাস।

দূতাবাস খুলতে পারেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। আজ বিকেলে প্লট নং ৫০, রোড নং ২৩, ব্লক বি, বনানী, ঢাকার একটি ভবনে আর্জেন্টিনা দূতাবাসের উদ্বোধন করা হচ্ছে।

কূটনৈতিক সূত্র বলছে, নীল-সাদা পতাকা ও জার্সির প্রতি আগ্রহ, বিশ্বকাপের ম্যাচে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতিটি গোল উদযাপন এবং জয়ের পর লাগামহীন উল্লাস আর্জেন্টিনার নজর এড়ায়নি। বাংলাদেশের জনসমর্থন আর্জেন্টিনা সরকারকে দেশে তার দূতাবাস পুনরায় চালু করতে অনুপ্রাণিত করেছে।

উল্লেখ্য, আর্জেন্টিনার লেখিকা ভিক্টোরিয়া ওকাম্পো মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের একজন শক্তিশালী সমর্থক ছিলেন। বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক শুরু হয় ১৯৭২ সালে। এরপর ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলা হলেও ১৯৭৮ সালে তা বন্ধ হয়ে যায়। এরপর থেকে ভারতের নয়াদিল্লিতে আর্জেন্টিনা দূতাবাস থেকে আর্জেন্টিনা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রেখে আসছে।

admin_bhashwakar

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *