সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ফাইনাল দিয়ে শেষ হয়েছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। টুর্নামেন্টে দেশের ব্যাটাররা রান পেয়েছেন, ফাস্ট বোলার ও স্পিনাররাও পেয়েছেন উইকেট। তবে আক্ষেপের বিষয় হলো এবারও বিপিএলে কম দেখা গেছে লেগ স্পিনারদের জাদু। এখানে লেগ স্পিনার সংকটও একটা বড় কারণ। তবে সেই সংকট কাটিয়ে উঠতে মাঠে নামছে বিসিবি।
বৃহস্পতিবার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, গত মাসে হেড অব প্রোগ্রাম হিসেবে নিয়োগ পাওয়া ডেভিড মুর এখন দেশজুড়ে লেগ স্পিনার খুঁজে বেড়াবেন। পাপন বলেন, ‘শুধু বিপিএল না কোনো কিছুতেই লেগ স্পিনার আসছে না। সাম্প্রতিক সময়ে আমরা যে ম্যানেজারকে (হেড অব প্রোগ্রাম) নিয়েছি সে আমাকে জানাল লেগ স্পিনারদের খুঁজে বের করার জন্য হান্টিং শুরু করবে সারা বাংলাদেশে। প্রতিটি জেলা, প্রতিটি বিভাগ অনুযায়ী। সে নিজে দেখে কিছু খেলোয়াড় নির্বাচন করার চেষ্টা করবে। আশা করি, আমার দৃঢ় বিশ্বাস আমরা কয়েকটা ছেলে তো পাবোই।’
এক বছরের মধ্যে ভালো লেগস্পিনার পাওয়ার আশা ব্যক্ত করে বিসিবি সভাপতি বলেন, ‘এমন পাবো না যে এখনই আমাদের জন্য জাতীয় দলে খেলতে পারবে। আমরা যদি পটেনশিয়াল আছে এমন ছেলেদের পাই, তাদেরকে যদি ভালো কোচের অধীনে দিতে পারি ৬ মাসের অনুশীলন। এক বছর পরে হলেও তো আমরা একটা ভালো লেগ স্পিনার পেতে পারি। আমরা ওই চেষ্টাটাই করবো।’