ফের ইসরাইলি বাহিনীর গুলি, ফিলিস্তিনি নিহত

Palestine-Israel-map-collected
Spread the love

ইসরাইলি বাহিনী স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় পশ্চিম তীরে একজন নিরস্ত্র ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে। নাবলুসের দক্ষিণে হুওয়ারা শহরের কাছে এ ঘটনা ঘটে।  নিহত যুবকের নাম আবদুল্লাহ সামি কালালওয়েহ (২৬)।  (আলজাজিরার) 

ফিলিস্তিনির বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে দেশটির রেড ক্রিসেন্টের মুখপাত্র আহমদ জিব্রিল বলেছেন, ইসরাইলি বাহিনীর গুলিতে গুরুতর আহত কালালওয়েহ কয়েক মিনিটের মধ্যেই মারা যান। 

আলজাজিরার খবরে বলা হয়, কালালওয়েহের নিহতের মধ্য দিয়ে এ বছর ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৩৬ জনে দাঁড়াল।  তাদের মধ্যে আটজন শিশু এবং একজন বয়স্ক নারী রয়েছেন। 

শুক্রবার জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরে আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানান ইসরাইলি বাহিনীকে। 

এর আগে ৩০ জানুয়ারি পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় শহর হেবরনে নাসিম আবু ফৌদা (২৬) নামে এক যুবককে গুলি করে হত্যা করে ইসরাইলি বাহিনী।  চলতি বছর নিহত হওয়া ৩৫তম ব্যক্তি হলেন আবু। 

জাতিসংঘ বলেছে ২০০৫ সালের পর ২০২২ ছিল পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে বিয়োগাত্মক বছর।  ২০২২ সালে ১৭০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়।

admin_bhashwakar

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *