লুনার নিউ ইয়ার প্রথমবারের মতো পালন হচ্ছে ক্যালিফোর্নিয়ায়

Lunar-new-year-collected
Spread the love

যুক্তরাষ্ট্রের কোনো স্থানে এই প্রথম আনুষ্ঠানিকভাবে লুনার নিউ ইয়ার উদযাপন করা হচ্ছে। লুনার নিউ ইয়ার ক্যালিফোর্নিয়ায় সরকারি ছুটির দিন হবে। দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে চায়না টাউনগুলোতে লুনার নিউ ইয়ার উদযাপিত হয়ে আসছে। এই বছর প্রথমবারের মতো এটি কোনো অঙ্গরাজ্যের সরকারের দ্বারা স্বীকৃত হবে। 

মহল্লার গলিগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। রুবি-লাল ফানুসগুলো ওপরে ঝুলছে। বাসিন্দা রেভারেন্ড নরম্যান ফং একটি মাইক্রোফোন খুঁজছেন আনন্দের মুহূর্ত ভাগ করে নেওয়ার জন্য।

সান ফ্রান্সিসকো চায়না টাউনের ৭১ বছর বয়সী রেভারেন্ড গত ২০ বছর ধরে শহরের বার্ষিক চীনা নববর্ষের কুচকাওয়াজে অংশ নিয়েছেন। তবে এবারের চীনা লুনার নিউ ইয়ারের আমেজটা তার কাছে একেবারেই ভিন্ন।

রেভারেন্ড বলেছেন, এটি সম্পর্ক পুনর্নবীকরণের মতো। এ উপলক্ষে ঋণ ক্ষমা করে দেওয়া হয়। এটি প্রায় ধর্মীয় আচার-অনুষ্ঠানের মতো আবেগের। জীবনটাকে যেন নতুন করে শুরু করার মুহূর্ত।

তিনি আরো বলেছেন, লুনার নিউ ইয়ারে সবার জন্য, এমনকি আপনার শত্রুদের জন্যও শান্তি, ভালোবাসা ও পুনরুদ্ধার কামনা করা হয়।

জানা গেছে, রবিবার ২২ জানুয়ারি লুনার নিউ ইয়ার পালন করা হবে। (বিবিসি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *