নেপালের বিমান বিধ্বস্তের মুহূর্ত যাত্রীর মোবাইলে মিলল

nepal-accident-2023
Spread the love

নেপালের পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে ৭২ আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজের ধ্বংসাবশেষ থেকে একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ওই মুঠোফোনে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার মুহূর্তের ভিডিও পাওয়া গেছে।

ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অবতরণের আগে ধারণ করা ভিডিওর শুরুতে দেখা গেছে, যাত্রীরা উড়োজাহাজের ভেতরে বসে আছেন। উড়োজাহাজের জানালা দিয়ে নিচে শহর দেখা যাচ্ছিল। হঠাৎই বিস্ফোরণে মুঠোফোনের পর্দা কেঁপে ওঠে। ভিডিওটির তখন ওলট–পালট অবস্থা। ভিডিওর শেষ কয়েক সেকেন্ডে দেখা গেছে, জানালার বাইরে ভয়াবহ আগুন জ্বলছে। শোনা যাচ্ছিল যাত্রীদের আর্তনাদ।

নেপালের সেনাবাহিনীর পক্ষ থেকে সোমবার জানানো হলো, পোখারার দুর্ঘটনাস্থল থেকে জীবিত অবস্থায় কাউকে উদ্ধার করা যায়নি। এখন পর্যন্ত যে ৬৮ জনকে উদ্ধার করা হয়েছে, তারা সবাই মৃত।

বিবিসি জানিয়েছে, ৭২ জনকে নিয়ে পোখারা বিমানবন্দরে ভেঙে পড়েছে নেপালের ইয়েতি এয়ারলাইনসের বিমান। মাটি ছোঁয়ার মাত্র কয়েক সেকেন্ড আগে ভেঙে পড়ে বিমানটি। 

নেপালের প্রধানমন্ত্রী সোমবার জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন।

admin_bhashwakar

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *