নতুন বছরে নতুন ক্লাসে যাওয়া শুরু করবে শিশুরা। কেউ কেউ স্কুল (শিক্ষাপ্রতিষ্ঠান) পরিবর্তন করে যাবে অন্য স্কুলে। নতুন ক্লাস বা নতুন স্কুল যাই হোক তার জন্য নতুন স্কুলড্রেসের সঙ্গে লাগবে পায়ের নতুন জুতা। শিক্ষার্থীদের স্কুলের এই জুতার জন্য এবার অভিভাবকদের বাড়তি অর্থ গুনতে হবে।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা গেছে, বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্কুলের জুতা সাদা রঙের কেডস। এছাড়া বেশকিছু প্রতিষ্ঠানে নির্ধারণ করা আছে কালো রঙের সু। মূলত এই দুই রঙের স্কুল জুতার প্রচল রয়েছে রাজধানীর স্কুলগুলোতে।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মানভেদে সাদা রঙের এক জোড়া কেডস বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৭৫০ টাকা। কালো রঙের সু বিক্রি হচ্ছে ৭০০ থেকে ১ হাজার ৭০০ টাকা। গত বছরের তুলনায় এবার এক জোড়া জুতা ৫০ থেকে ১০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। তবে দাম অপরিবর্তিত রয়েছে মোজার। গত বছরের মতো এবারও মোজা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকার মধ্যে।