তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যা বললেন এরদোগান

erdogan-collected
Spread the love

টানা দুই দশক ধরে তুরস্কের রাষ্ট্র ও সরকার প্রধানের দায়িত্ব পালন করতে থাকা রিসেপ তাইয়েপ এরদোগানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে আরও একবার তার ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। এবার আসন্ন নির্বাচনের স্পষ্ট তারিখ জানালেন এ নেতা। দেশটির বুসা প্রদেশে এক যুব সম্মেলনে তিনি নির্বাচনের তারিখ ঘোষণা দিয়েছেন। 

এরদোগান জানিয়েছেন, আগামী ১৪ মে দেশটির গুরুত্বপূর্ণ এ নির্বাচন অনুষ্ঠিত হবে। খবর আলজাজিরার। 
এ সময় যুবকদের উদ্দেশ্য এরদোগান বলেন, আপনাদের সঙ্গে লক্ষ্য ভাগাভাগি করতে পেরে আমি আল্লাহকে ধন্যবাদ জানাই। ১৪ মে যে নির্বাচন হবে, সেখানে এসব যুবক প্রথমবারের মতো ভোট দেবে।

কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে ২৮ মে দ্বিতীয় দফার নির্বাচন হবে।

২০০৩ সাল থেকে তুরস্কে ক্ষমতায় আছেন এরদোগান। যদিও প্রথমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। এর পর ২০১৪ সাল থেকে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

এদিকে দেশটির ছয় দলের জোট এখনো প্রেসিডেন্ট প্রার্থী ঠিক করতে পারেনি।

admin_bhashwakar

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *