উদ্ভাবনের মাধ্যমে এসএমইকে সহায়তা করছে ইউএনডিপি

image 625265 1671092561 jpg - Dainik Bhashwakar
Spread the love

টেকসই প্রবৃদ্ধি সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশি এসএমই-কে ক্ষমতায়নে সহায়তা করবে ইউএনডিপি। মঙ্গলবার ১৩ ডিসেম্বর এ লক্ষ্যে দুই সপ্তাহব্যাপী ‘ইনোভেশন ইন এসএমই এক্সপোর্ট রেডিনেস অ্যান্ড এলডিসি গ্র্যাজুয়েশন প্রোগ্রাম’ শেষ হয়। দুই সপ্তাহব্যাপী চলা এ প্রোগ্রাম সেন্সমেকিং ওয়ার্কশপ, এক্সপোর্ট রেডিনেস ট্রেনিং, ম্যাচমেকিং সেশন এবং প্যানেল আলোচনাসহ চূড়ান্ত অনুষ্ঠান তিনটি ধাপে সম্পন্ন হয়।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন ড. মো. মাসুদুর রহমান বলেন, উনি বিশ্ব অর্থনীতির এ সংকটময় মুহূর্তে এসএমই উদ্যোক্তাদের কাজ নিয়ে উদ্বিগ্ন। যেহেতু বাংলাদেশ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নিত হতে চলেছে, রপ্তানি অধ্যুষিত অর্থনীতির প্রেক্ষাপটে এসএমই উদ্যোক্তাদের সহায়তা দেওয়ার জন্য উনি ইউএনডিপি বাংলাদেশকে ধন্যবাদ জানাতে চান।

মাসুদুর রহমান আরও বিশেষ ধন্যবাদ জানাতে চান সাধারণ নারীদের যারা নিরলসভাবে তাদের পরিবারকে সহায়তা করার পাশাপাশি দেশের অর্থনীতিতে সক্রিয়ভাবে অবদান রাখছেন।

admin_bhashwakar

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *