আজ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

Vitamin-A-campaign-collected
Spread the love

সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে আজ। ৬ থেকে ৫৯ মাস বয়সী ২.২ মিলিয়ন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে রোববার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। ক্যাম্পেইনের আওতায় ৬-১১ মাস বয়সী ২৫ লাখ শিশুকে নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

এছাড়া ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৯৫ লাখ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। সব মিলিয়ে ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২.২ মিলিয়ন শিশুকে সারাদিন ভিটামিন এ খাওয়ানো হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশ স্বাধীন হওয়ার পর অপুষ্টিজনিত কারণে শিশুদের মধ্যে রাতের জ্বরের হার ছিল ৪ দশমিক ১০ শতাংশ। ১৯৭৪ সালে বঙ্গবন্ধু রাতকানা রোগ প্রতিরোধের কর্মসূচি হাতে নেন। শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নিন। পরবর্তীতে বর্তমান সরকার ২০১০ সাল থেকে নিয়মিত বছরে দুবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল প্রদান অব্যাহত রেখেছে। বর্তমানে ভিটামিন ‘এ’-এর অভাবে রাতকানা রোগে আক্রান্ত শিশুর সংখ্যা ০.০৪ শতাংশে নেমে এসেছে।

তিনি বলেন, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ালে অন্ধত্ব প্রতিরোধের পাশাপাশি শিশুর শরীরের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হয়। ২৪ শতাংশ শিশুমৃত্যু হ্রাস করে। উল্লেখযোগ্য হারে হাম, ডায়রিয়া ও নিউমোনিয়ায় মৃত্যুহার কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *