উক্রেইন প্রেসিডেন্ট জেলেনস্কি ভারতের সাহায্য চাইলেন

modi-jelenski-dainik-bhashwakar
Spread the love

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘শান্তির ফর্মুলা’ বাস্তবায়নে ভারতের সাহায্য চেয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপে এ সাহায্য চান তিনি সোমবার। খবর আলজাজিরার।

রাশিয়ার সাথে বাণিজ্য সম্পর্ক জোরদার করতে চাইছে ভারত— এমন সময় দুই নেতার মধ্যে এ আলোচনা হলো।

জেলেনস্কি টুইটারে বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে আমার কথা হয়েছে। জি-২০ জোটের সভাপতি হিসেবে ভারতের সাফল্য কামনা করছি। আমি এ প্ল্যাটফরমেই শান্তি পদ্ধতি ঘোষণা করেছিলাম। এখন আমি সেই শান্তি পদ্ধতি বাস্তবায়নে ভারতের অংশগ্রহণ কামনা করছি।

জি-২০ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির প্রথম সারির ২০টি দেশের জোট । এই জোটের গত মাসের শীর্ষ সম্মেলনে যুদ্ধ বন্ধে ইউক্রেনের ১০ দফা শান্তি পদ্ধতি গ্রহণের আহ্বান জানিয়েছিলেন জেলেনস্কি। এক বছরের জন্য এ জোটের সভাপতির দায়িত্ব পেয়েছে ভারত।

জেলেনস্কির সঙ্গে নরেন্দ্র মোদির ফোনালাপের বিষয়ে ভারত সরকার এক বিবৃতিতে বলেছে— পারস্পরিক সহযোগিতা জোরদারের সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করেছেন দুই নেতা।

বিবৃতিতে আরও বলা হয়, ইউক্রেন সংঘাত অবিলম্বে অবসানে নরেন্দ্র মোদি তার অবস্থান ‘দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত’ করেছেন। যে কোনো শান্তি প্রচেষ্টার প্রতি ভারত সমর্থন দিবে বলে জানিয়েছেন।

রাশিয়ার ইউক্রেনে হামলার সরাসরি নিন্দা জানায়নি ভারত। চীনের পর রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা হিসেবে আবির্ভূত হয়েছে দক্ষিণ এশিয়ার এই দেশ ভারত।

রাশিয়ার জ্বালানি পণ্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা দেশগুলো। এটাই রাশিয়ার সবচেয়ে বড় আর্থিক সংস্থানের খাত।

চলতি মাসে প্রতি ব্যারেলের দাম ৬০ ডলারের কমে রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কেনে ভারত। রাশিয়ার তেলের সর্বোচ্চ এই দাম বেঁধে দেওয়া নিয়ে একমত হয়েছেন পশ্চিমারা।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, রাশিয়ার বাজারে প্রবেশাধিকার চেয়ে ভারতও বিভিন্ন পণ্যের একটি তালিকা মস্কোকে পাঠিয়েছেন তারা।

admin_bhashwakar

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *