পুষ্পকমল নেপালের আগামী প্রধানমন্ত্রী হচ্ছেন

Spread the love

সাবেক মাওবাদী নেতা পুষ্পকমল দাহাল নেপালের প্রধানমন্ত্রী হতে চলেছেন খুব শীগ্রই। দেশটির কর্মকর্তার জানান প্রধান বিরোধী দলের সঙ্গে জোট করে তিনি সরকারপ্রধান হতে চলেছেন।

গত মাসে নেপালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাই জোট সরকার গঠিত হচ্ছে নেপালে।

নেপালের হিন্দু রাজতন্ত্রের অবসানে প্রায় দশ বছরেরও বেশি গেরিলা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন জনাব পুষ্পকমল দহল। জোটের সঙ্গে সমঝোতা অনুযায়ী সরকারে প্রথম আড়াই বছর প্রধানমন্ত্রী থাকবেন তিনি। এরপর জোটসঙ্গী ও প্রধান বিরোধী দল ইউএমএলের একজন নেতা বাকি আড়াই বছরের জন্য প্রধানমন্ত্রী হবেন।

নেপালে ক্ষমতায় আসতে যাওয়া নতুন জোটের দলগুলোর মধ্যে বৈঠক হয়েছে। বৈঠক শেষে পুষ্পকমলের দলের সাধারণ সম্পাদক দেব গুরুং জানান, এই সমঝোতা হয়েছে তাদের মধ্যে। প্রধানমন্ত্রী ছাড়া সরকারের অন্য গুরুত্বপূর্ণ পদ ও মন্ত্রণালয় বণ্টন করা নিয়ে এখনো কাজ বাকি আছে তাদের। খুব তাড়াতাড়ি এসব কাজ শেষ হবে। এর আগে নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি গত সপ্তাহে রাজনৈতিক দলগুলোর কাছে সরকার গঠনে গতকাল পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন।

admin_bhashwakar

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *