রাশিয়া ঘোষণা করেছে যে তারা যুক্তরাষ্ট্রের সাথে নিউ স্টার্ট নিউক্লিয়ার আর্মস রিডাকশন ট্রিটি থেকে প্রত্যাহার করবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘটনাকে মস্কোর জন্য একটি বড় ভুল বলেছেন।
রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বুধবার বলেছেন, চুক্তি থেকে রাশিয়ার প্রত্যাহার পরমাণু যুদ্ধের ঝুঁকি বাড়াবে না।
মঙ্গলবার পুতিন চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেন। এরপর থেকে ইউক্রেন সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন।
তবে সবাইকে আশ্বস্ত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তার মতে, “নিউ স্টার্ট চুক্তি থেকে বেরিয়ে গেলে পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ শুরু হবে বলে আমি মনে করি না।”
স্নায়ুযুদ্ধের পর রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার অন্যতম ভিত্তি ছিল START চুক্তি। এই চুক্তির অধীনে, তারা কৌশলগতভাবে তাদের মজুদ এবং পারমাণবিক অস্ত্রের উৎপাদন কমাতে সম্মত হয়েছিল।
যেহেতু এই চুক্তিটি ব্যর্থ হয়, অনেক বিশেষজ্ঞ ভয়ানক কিছু ভয় পান।