আজ ঢাকায় আসছেন সৌরভ গাঙ্গুলী। তিনি ভারতের ICICI ব্যাঙ্কের প্রচারমূলক কাজে আসছেন। প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং প্রাক্তন বিসিসিআই সভাপতি তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলীর সঙ্গে থাকবেন।
বৃহস্পতিবার সকালের ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন সৌরভ। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আইসিআইসিআই ব্যাংকের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
এর আগে বিকেল ৩টায় রাজধানীর ওয়েস্ট ইন হোটেলে ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কাপের উদ্বোধন করবেন তিনি। আগামী মার্চের প্রথম সপ্তাহে শুরু হবে মেয়র কাপ। এই টুর্নামেন্টে উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের খেলোয়াড়রা অংশ নেবেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম সৌরভকে দিয়ে মেয়র কাপের উদ্বোধনকে প্রতিযোগিতার বড় চমক হিসেবে দেখছেন।