Shakib Al Hasan Net Worth : সাকিবের মোট সম্পত্তির পরিমাণ কত?

shakib-al-hasan-collected
Spread the love
shakib al hasan, shakib al hasan net worth, shakib al hasan stats, shakib al hasan ipl 2022, shakib al hasan wife, shakib al hasan birthday, shakib al hasan height, shakib al hasan age, shakib al hasan pic, shakib al hasan t20 ranking, shakib al hasan photo, bpl shakib al hasan, ipl shakib al hasan, shakib al hasan cpl 2022, shakib al hasan picture

ক্রিকেট বিশ্বে অন্য়তম সেরা অলরাউন্ডার তিনি। বাংলাদেশ ক্রিকেট দলের কাছে তিনি কার্যত ‘জাতীয় সম্পদ’। কারণ তাঁর পারফরম্যান্সের উপর ভর করেই বাংলাদেশ ক্রিকেট দল বহুবার প্রায় হেরে যাওয়া ম্যাচ জিততে পেরেছে। আশা করা যায় যে আপনাদের আর বুঝতে বাকি নেই যে এখানে কোন ক্রিকেটারের কথা বলা হচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। তিনি বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান। তবে শুধুমাত্র জাতীয় ক্রিকেট দলই নয়, বর্তমানে বাংলাদেশের টেস্ট ক্রিকেট দলের এই অধিনায়ক বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগেও একাধিক চমকপ্রদ পারফরম্যান্স করছেন। BPL হোক কিংবা IPL সাকিব ম্যাজিকে মুগ্ধ গোটা ক্রিকেট বিশ্ব। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন। ফলে একটা ব্যাপার বেশ স্পষ্ট যে সাকিবের জনপ্রিয়তা বিচার করে ক্রিকেটের পাশাপাশি বিজ্ঞাপনী দুনিয়াতেও সাকিবের অবাধ বিচরণ রয়েছে। সম্প্রতি ক্রিকট্র্যাকারের একটি সমীক্ষায় দেখতে পাওয়া গিয়েছে যে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবথেকে বেশি অর্থ উপার্জন করেন সাকিব আল হাসান। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩৫ মিলিয়ন মার্কিন ডলার, যেটা বাংলা মুদ্রায় দাঁড়ায় প্রায় ৩৫০ কোটি টাকার বেশি।

সম্প্রতি বাংলাদেশের ক্রিকেটারদের মোট অর্থ উপার্জন নিয়ে ক্রিকট্র্যাকার একটি সমীক্ষা চালিয়েছিল। এই সমীক্ষায় শীর্ষস্থানে উঠে এসেছে সাকিব আল হাসানের নাম। তবে শুধুমাত্র ২২ গজে অলরাউন্ড পারফরম্যান্স করেই নয়, বিভিন্ন পারিশ্রমিক, চুক্তি, পৃষ্ঠপোষক, কসমেটিক্স, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং রেস্তরাঁ ব্যবসা থেকেই তিনি এই অর্থ উপার্জন করেছেন। তবে সাকিব আল হাসানের মোট সম্পত্তির সিংহভাগ অর্থই যে ক্রিকেট খেলা থেকে এসেছে, তা অস্বীকার করার কোনও জায়গা নেই। জাতীয় ক্রিকেট দলের পাশাপাশি বিশ্বের বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলেছেন সাকিব। এই তালিকায় ভারতের IPL ছাড়াও রয়েছে BPL (বাংলাদেশ প্রিমিয়ার লিগ), বিগব্যাশ, CPL (ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ)। এবার আবার তিনি PSL অর্থাৎ পাকিস্তান সুপার লিগেও খেলবেন।

তবে শুধুমাত্র ক্রিকেট খেলাই নয়, বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েও তিনি প্রচুর অর্থ উপার্জন করেছেন। যে সকল পণ্যের হয়ে সাকিব আল হাসান বিজ্ঞাপন করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল – পেপসি, লেনেভো, বাংলালিঙ্ক, ক্যাস্ট্রল, নর্টন অ্যান্টি-ভাইরাস, বুস্ট, লাইফবয় এবং স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাঙ্ক। পাশাপাশি নিজের রেস্তরাঁ ব্যবসা এবং ইভেন্ট ম্যানেজমেন্ট থেকেও তিনি অর্থ উপার্জন করেন।

admin_bhashwakar

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *